পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাবী’র প্রতিবাদে গণমানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: এমদাদুল হক, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিকুল ইসলাম, সাবেক সভাপতি সুমন মিস্ত্রী,যুবদল নেতা শামিম সিকদার।
এসময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, সরদার সাফায়েত হোসেন শাহীন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত,তিনি কখনো বিএনপির নীতি আদর্শ থেকে বিচ্চুত হননি। অসংখ্য মামলার আসামী ও একাধীকবার কারাবরণকারী নেতা বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবী জানান এবং তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান।
এসময় জেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা বলেন, আগামী ১২ তারিখের মধ্যে শাহীনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হোক, তা না হলে ১২ তারিখেই শাহীনের বিষয়ে ফয়সালা হবে ইন শা আল্লাহ।
উল্লেখ্য, গত ৩ মার্চ সোমবার মধ্য রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন সিকদারের বাড়ির সামনে একটি আয়রন ব্রীজের রড চুরির অভিযোগে ওই বিএনপি নেতাকে বহিস্কার করে জেলা বিএনপি। তার প্রতিবাদে মাটিভাঙ্গা ইউনিয়নের প্রায় ৮ শতাধিক বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ একটি গণ মানববন্ধন করেন।
যাযাদি/ এসএম