বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ১০:৫১
কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লতিফপুর এলাকায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ, তদন্ত অফিসার মোঃ জাফর আলী খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মোল্লা, উপজেলা বিএডিসি অফিসার রফিকুল ইসলাম,কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ আহসান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা(মিডিয়া উইংস) মোঃ শহীদুল ইসলাম , দ্বীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, এনটিভির মাল্টিমিয়া প্রতিনিধি আবু ছাইদ,কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহাম্মদ রিপন, দপ্তর সম্পাদক আফসার খান বিপুল, ক্লাবের সদস্য মোঃ ণুৎফর রহমান. সিরাজুল ইসলাম, মোঃ পালোয়ার. ওাসেল ,মজনু আহম্মেদ জীবন আহাম্মেদ, মোঃ মাজহারুল ইসলাম, মাসুদুর রহমান, মোঃ আফজাল হোসেন, মোঃ মনির হোসেন, আকাশ সরকার, মোঃ লিটন আহাম্মেদ, মোঃ মাসুদ রানা, রিয়াদ হোসেন, কামরুল ইসলাম, মিজনুর রহমান, আহাদ মোঃ বাপ্পি, মোঃ শিমুল রানাসহ উপজেলার বিভিন্ন রোজাদার ব্যক্তিবর্গ।

এসময় ইফতার মাহ ফিলে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তিসহ উপস্থিত সকলের পরিবার এবং মৃত ব্যক্তিদের রুহহের মাগফিরাত কামনা এবং ক্লাবের সাংবাদিকরা যাতে নীতি ও আদর্শের মধ্য থেকে সঠিক সংবাদ প্রচার করতে পারেন তার জন্য দোয়া পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে