পাহাড়ের নারীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের নৌকা বাইচ ও সাঁতার কাটা প্রতিযোগীতা শংঙ্খ নদে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে থানচি উপজেলা পাহাড়ে ব্যতিক্রমী এ নৌকা বাইচ দেখতে সমাগম ঘটে শত শত উৎসুক জনতা। এসময় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শনিবার(৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বলীপাড়া ইউনিয়নের নাইংক্ষ্যং পাড়া গ্রামে নদীর ঘাটে শংঙ্খ নদের অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচের প্রতি দলের ১০ জন নারী নিজ নিজ বৈঠা নিয়ে লাল,নীল,সবুজ,বেগুনি রংঙ্গের গেজ্ঞি পড়ে ৪ টি দল অংশ গ্রহন করেন। এদিকে ২০ জন কিশোরী সাঁতার কেটে দুই ক্যাটাগড়িতে অংশ নেন।
পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর বিভিন্ন বয়সের নারীরা নিজেদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পড়ে এতে অংশগ্রহণ করেন। এদিকে পাহাড়ে নারীদের নিয়ে ব্যতিক্রমী এমন আয়োজনে উচ্ছ্বসিত এলাকার মানুষ ও প্রতিযোগিরা।
কিশোরীদের সাঁতার প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী মাপ্রুচিং মারমা সাংবাদিকদের বলেন, নারী দিবসের "বিএনকেএস"র এমন মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আমি অনেক খুশি এবং প্রথম স্থান ও অর্জন করেছি।
নৌকা বাইচের প্রথম স্থান অর্জনকারী নাইক্ষ্যং পাড়া দলনেতা মাউসাং মারমা বলেন, আমরা অনেক খুশী হয়েছি। প্রত্যেকদিন কাজের ব্যস্ত নিয়ে থাকি কিন্তু আজকের এমন প্রতিযোগীতায় খুব প্রসংশনীয়। এমন উদ্যোগ ভবিষ্যৎতে আরো আয়োজন করার আহবান রইল।
সংক্ষিপ্ত আলোচনা ও বিজয়ীদের পুরুস্কার বিতরনী সময় বক্তারা বলেন, আমরা পাহাড়ের প্রত্যন্ত এলাকায় এমন ব্যতিক্রমী উদ্যোগ নিযেছি। এর মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও যে সমাজে প্রত্যেকটা কাজে সমান পারদর্শী সেটি তুলে ধরতে এমনটা ব্যতিক্রমী আযোজন বলে জানান তিনি। সামনের দিনগুলোতে নারীদের নিয়ে নানা কর্মূচি হাতে নেয়া হবে বলেও জানান এ উন্নয়নকর্মী।
নারী অধিকার কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এমন উদ্যোগের মধ্য দিয়ে ঘরে ঘরে নারী অধিকারের বার্তা পৌঁছে যাক এমনটা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানা অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবে সভাপতি মংবোওয়াচিং মারমা অনুপম, বিএনকেএস উপ- পরিচালক উবানু মারমা,মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী প্রধান এ্যমরান হোসেন, স্বাস্থ্য বিভাগের সহকারী চিকিৎসক মেথোয়াই মারমা প্রমূখ।
যাযাদি/ এমএস