অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য ও বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ ,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল ইসলাম,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুশাররত জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, সমাজ সংগঠক সিসিডিবি দাউদপুর ইষ্টের আদরি মাড়ির, নারী মৌসুমী বেগম, মানষি হেমরম প্রমুখ । সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন এনজিওর নারী উপকার ভোগী ও গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন ।
যাযাদি/ এমএস