মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর তাফসীর পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) পরিষদের নবগঠিত নির্বাহী পরিষদ এর সদস্যদের নিয়ে শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর পরিচালক, জেলা বিএনপি’র নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোঃ মহসিন মিয়া মধু।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর তাফসির পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, হাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসান বিন মুজাহির, হাফেজ ওলিউর রহমান তুহিন, মোস্তাফিজুল হক সেলিম, হাফেজ কাজী আবু তাহের, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক, সহ-কোষাধ্যক্ষ কাজী মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান সিরাজি, প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাকিম আল মুনতাজ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ-অফিস সম্পাদক হাফেজ আব্দুল মুমিন প্রমুখ।
যাযাদি/ এসএম