বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আলোচিত ‘নাইন মার্ডার’ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  ১০ মার্চ ২০২৫, ১৬:২৬
আলোচিত ‘নাইন মার্ডার’ মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলার আওয়ামীলীগের অন্যতম নেতা রিয়াজ উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী। তিনি উপজেলা সদরের ২নং ইউপি'র অন্তর্গত গরীব হোসেন মহল্লার মৃত শামছুদ্দিনের পুত্র।

সোমবার (১০মার্চ) ভোর সাড়ে ৫টায় সেনাবাহিনীর গোয়েন্দা অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন।

রিয়াজ উদ্দিন উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তথ্যটি নিশ্চিত করে জানান, রিয়াজ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলার এজাহার নামীয় ৮৫নং তালিকাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

আসামিকে বানিয়াচং থানায় নিযুক্ত এসআই শুভ কান্তি'র কাছে সকাল সাড়ে নয়টায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, পুলিশ, সাংবাদিকসহ নয়জন নিহত হন। এ ঘটনায় নিহতদের পরিবার ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে