শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাজনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ১৭:৪৩
রাজনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ছবি: যায়যায়দিন

কাওয়াদিঘি হাওরের পথ ধরে অজানা গন্তব্যে যাচ্ছিলেন অজ্ঞাত পরিচয়ের নারী (৮০)। পাথিকের কাছে পানি চেয়েছিলেন। পানি পান করে কচুরিপানায় মাথা রেখে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। সেই ঘুমই তার জীবনের শেষ ঘুম হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকায় কাওয়াদিঘি হাওরে যাওয়ার সড়ক থেকে ওই অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের এক নারী হাওরে যাওয়ার সড়ক দিয়ে যাওয়ার পথে ক্লান্ত হয়ে পড়েন। সেখানে স্থানীয় কয়েকজন পথিকের কাছে পানি চাইলে তারা একটি পাত্রে তাকে পানি দেন। পরে সড়কেই কচুরিপানার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন তিনি। প্রথমে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ তাকে ঘুমিয়ে আছেন মনে করলেও পরে তিনি মারা গেছেন বুঝতে পারেন।

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই এর সদস্য কাজ করছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। সুরতহালে তার দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। অসুস্থ হয়ে রাস্তার উপর ঘুমিয়ে থাকার সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে