বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফুলগাজীতে ৮ বছরের শিুশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ২০:৪৯
ফুলগাজীতে ৮ বছরের শিুশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার
ছবি: যায়যায়দিন

ফেনীর ফুলগাজীতে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) বাড়ি ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে। সোমবার (১০মার্চ) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ মার্চ দুপুরে মাদ্রাসা ছুটি শেষে শিশুটি নুরুল ইসলামের দোকানে যায়। শিশুটিকে নুরুল ইসলাম ফুসলিয়ে তাঁর দোকানের ভেতরে নিয়ে স্পর্শ কাতর স্থনে হাত দেয় এবং পরনে থাকা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে মুখ চেপে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানালে শিশুটির পরিবার গত ৯ মার্চ রোববার নুরুল ইসলামকে বিবাদী করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমনের আইনের মামলা করেন।

পুলিশ রোববার রাতেই নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, এব্যপারে শিশুটির মা বাদী হয়ে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আসামিকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে