শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আটোয়ারীতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত   

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ১২:৫১
আটোয়ারীতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত   
ছবি: যায়যায়দিন

পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষণসহ নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা “রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ব্যানার, ফেস্টুন সম্বলিত নানা প্রকার লিফলেট নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।

পরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে শিক্ষার্থীরা সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী আমির হোসেন সুইট, শামীম আলম, আইয়ান আলী, স্বপন ইসলাম, মুসফিকা রেজা, খাদিজা আক্তার, সাদিয়া আক্তার, বৃষ্টি ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জান্নাত এর তত্ত্বাবধানে উক্ত কর্মসূচী পালিত হয়। আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান গৃহীত কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন। আয়োজিত কর্মসূচীতে শিক্ষার্থীরা আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে