শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দ্বন্দে বন্ধ রাস্তা, সরু গলি দিয়ে বের হলো স্বজনের লাশ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  ১১ মার্চ ২০২৫, ১৫:১৬
আপডেট  : ১১ মার্চ ২০২৫, ১৬:২০
দ্বন্দে বন্ধ রাস্তা, সরু গলি দিয়ে বের হলো স্বজনের লাশ
ছবি: যায়যায়দিন

প্রত্যক্ষদর্শীদের চোখে পানি, স্বজনদের আহাজারি, প্রিয়জনকে জীবনের শেষ মুহুর্তে খাটিয়াতে তুলে ভিটে মাটি ত্যাগ করে কবরে না নিতে পারার কষ্ট ছিলো চোখে মুখে। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মজিবর তালুকদারের ছেলে সামান তালুকদার অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেন সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে।

লাশ দাফনের জন্য কবরস্থানে নেয়ার সময় বাঁধে বিপত্তি। লাশ নিয়ে কবরস্থানে যেতে যে পথ দিয়ে বের হতে হবে সেই চলাচলের রাস্তাটি অনেকটাই বন্ধ করে দিয়েছে তারই জ্ঞাতি মরহুম মনির হোসেন তালুকদারের সন্তানেরা।

এলাকাবাসী সূত্রে জানাযায়, জমি নিয়ে বিরোধ থাকায় চলাচলে রাস্তাটিও সংকুচিত করে ফেলেন তারা। ফলে প্রতিপক্ষের লোকজন ঘর থেকে বের হওয়ার জটিলতা নিয়েই সেখানে বসবাস করছে দীর্ঘদিন।

কিন্তু কোন উপায় না থাকায় খাটিয়া ছাড়াই সংকীর্ণ পথে হাতে ধরে লাশটি নেয়া হয় কবরস্থানে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়ে তৈরি করা হয়েছে দোকানপাট। আর যাতায়াতের জন্য রাখা হয়েছে ছোট্ট গলি। যেখানে একজন মানুষ চলাচল করতে পারবেন। এক সাথে দুজন মানুষ চলাচল কোনমতেই সম্ভব নয়। আমাদের আজ স্বজন মারা গেছে। আমরা আমাদের স্বজনকে ভাল ভাবে খাটিয়ায় বাড়ি থেকে বের করতে পারি নাই বলে আবেগ আপ্লূত হন নিহতের স্বজনেরা।

চরম স্পর্শকাতর বিষয়টি খোঁজ নিয়ে জানাগেছে, চলাচলের রাস্তার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রশাসনের দারস্থ হলেও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সঠিক সমাধান পান নি।

বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, রাস্তা নির্মাণের জন্য ভুক্তভোগী পরিবাদের জায়গা দেওয়া হয়েছে বলে জানান। তবে ভুক্তভোগীরা বলেন, সেখানে তাদের কোন অংশ নেই। বরং তারা রাস্তা না দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণ করেছেন।

এ ব্যাপারে রায়গঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ কারও প্রতি অন্যায় জুলুম করার কোনো সুযোগ নেই।’

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে