প্রত্যক্ষদর্শীদের চোখে পানি, স্বজনদের আহাজারি, প্রিয়জনকে জীবনের শেষ মুহুর্তে খাটিয়াতে তুলে ভিটে মাটি ত্যাগ করে কবরে না নিতে পারার কষ্ট ছিলো চোখে মুখে। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মজিবর তালুকদারের ছেলে সামান তালুকদার অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেন সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, জমি নিয়ে বিরোধ থাকায় চলাচলে রাস্তাটিও সংকুচিত করে ফেলেন তারা। ফলে প্রতিপক্ষের লোকজন ঘর থেকে বের হওয়ার জটিলতা নিয়েই সেখানে বসবাস করছে দীর্ঘদিন।
কিন্তু কোন উপায় না থাকায় খাটিয়া ছাড়াই সংকীর্ণ পথে হাতে ধরে লাশটি নেয়া হয় কবরস্থানে।
চরম স্পর্শকাতর বিষয়টি খোঁজ নিয়ে জানাগেছে, চলাচলের রাস্তার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রশাসনের দারস্থ হলেও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সঠিক সমাধান পান নি।
এ ব্যাপারে রায়গঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ কারও প্রতি অন্যায় জুলুম করার কোনো সুযোগ নেই।’
যাযাদি/ এমএস