বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাণীনগরে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নওগাঁ প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ১৬:৩৩
রাণীনগরে অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
ছবি: যায়যায়দিন

নওগাঁর রাণীনগরে অবৈধ দুই ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

প্রথমে উপজেলা বাসট্যান্ডের পাশে চকমনু এলাকায় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ নামে ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপর চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস নামে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান যায়যায়দিনকে বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলার চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও মেসার্স রিফাত ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেইসাথে এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লির কিলন ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে