ভোলার মনপুরায় দু'টি অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে এক লাখ টাকা জরিমানা করেছে ইটভাটি দু'টিকে। লাইসেন্স না থাকা ও অবৈধবাবে কাঠ পোড়ানোর অপরাধে অভিযান চালিয়ে ইটভাটা দুটি বন্ধ করে দেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস নামক ইটভাটা দুটোকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা ও বন্ধের নির্দেশনা দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটা দুটোর চুল্লির চিমনী ভেঙ্গে- পানি দিয়ে চুলার আগুন নিভিয়ে দেয়। এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়ার মালিকানাধীন মনপুরা ব্রিকসকে ৫০ হাজার টাকা ও সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এমআরএসআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমান করে।
সেইসাথে লাইসেন্স না থাকা ও অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে চুল্লির চিমনী ভেঙ্গে দিয়ে ইটভাটা দুটোর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক বলেন, ইটভাটা দুটোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে আসছে। তাই অবৈধ ইটভাটা দুটোর চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে চিমনী ভেঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে। এবং ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানার পাশাপাশি মুচলেকা নেয়া হয়েছে।
যাযাদি/ এমএস