বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বানিয়াচংয়ের ৬ বছরের শিশুসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ১৯:৫৪
বানিয়াচংয়ের ৬ বছরের শিশুসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

সম্প্রতি বানিয়াচংয়ে ৬বছরের শিশুসহ সারা দেশে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণ বন্ধে ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি এবং ন্যায় বিচারের দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্র-জনতার প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছাত্র-জনতা, ধর্ষণের শিকার বানিয়াচংয়ের ৬ বছরের শিশু ছায়ারুন আক্তার ও মাগুরার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন এবং ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবী করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার নেতৃবৃন্দ এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার সুনাম ক্ষুন্ন ও আইন শৃঙ্খলার অবনতি যারা ঘঠিয়েছে এবং ৬ বছরের শিশু ধর্ষণসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে দেশের আইন সংস্কারের মাধ্যমে দ্রুুত রায় কার্যকরে বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, বর্তমানে এক শ্রেণির দুষ্কৃতকারী গোষ্ঠী চুরি-ডাকাতি, খুন, ধর্ষণসহ নানা রকম অশালীন কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে তৎপর। কাজেই দেশের ভাবমূর্তি ও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে