বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষকের গরু ও গোয়ালঘর পুড়ে ছাই

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১২:৫৫
দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষকের গরু ও গোয়ালঘর পুড়ে ছাই
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া দক্ষিণ ঢেপষাবুনিয়া গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম মৃধার গোয়ালঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে। এতে তার দুটি গরু মারা যায়।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১১ মার্চ, বুধবার দিনগত রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে নুরুল ইসলাম চিৎকার করতে করতে গরু বাঁচাতে ছুটে যান। তিনি একটিকে বের করে আনতে সক্ষম হন, তবে সেটির শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। অন্যটি ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।

গরু বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নুরুল ইসলামের শরীরও আগুনে ঝলসে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান শরীফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিবাবে আগুনের সুত্রপাত তা জানা যায়নি। দুই লাখ টাকারক্ষয় ক্ষতি হয়েছে বলে অনুমান করা গেছে। তিনি আরও বলেন, "রাস্তা সরু থাকায় গাড়ি প্রবেশ করতে পারেনি। ভ্যানগাড়িতে করে ফায়ারের মেশিন নিয়ে যেতে হয়েছে।"

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, "এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে