বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১৪:১০
কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ছবি: যায়যায়দিন

নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি সার্জন তীর্থ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।

কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ১৪০ জনকে মুগ ডাল বীজ ও এমওপি ৫ কেজি, ডিএপি ১০ কেজি করে এবং ৫শত ৩০ জন প্রান্তিক কৃষককে তিল বীজ ১ কেজি ও এমওপি ৫ কেজি, ডিএপি ১০ কেজি করে উপকরণ বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে