বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোসাইরহাটে অবৈধ ৪ ইটভাটায় অভিযান

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১৫:৩৫
গোসাইরহাটে অবৈধ ৪ ইটভাটায় অভিযান
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা ও ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ মার্চ) সকাল ১১টার সময় উপজেলার অবৈধ ৪টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযান চলার সময় হ্যাপী ইটভাটার মালিক হারুন মীরের ছেলে লিমন মীর ম্যাজিস্ট্রেট এর সামনে উত্তেজিত হয়ে সাংবাদিকদের নিউজ না করার কথা বলেন৷

সরকারি অনুমোদন ছাড়া ইট তৈরি ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপনসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স হ্যাপী ব্রির্কস ৫০ হাজার টাকা জরিমানা ও ফায়ার সার্ভিস দিয়ে ধংস করা হয়েছে, মেসার্স তন্ময় ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স এন আরটি ব্রির্কস ৫০ হাজার টাকা জরিমানাসহ বন্ধ রাখার নির্দেশনা ও হাটুরিয়া ব্রিক্সকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, কাগজপত্রাদী ঠিক না করলে ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে