বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১২ মার্চ ২০২৫, ১৯:০০
শ্রীনগরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
ছবি: যায়যায়দিন

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিদেশী অস্ত্র ও ম্যাগাজিনসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সজিব বেপারী (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত সজিব জাহানাবাদ এলাকার আব্দুল হক বেপারীর পুত্র ও ওই এলাকার পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার এসব তথ্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সজিব বেপারী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে