চাঁদপুরের কচুয়া পোরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামের উষা গাজী বাড়ির হোটেল ব্যবসায়ী মাসুদের পুত্র জাবের হোসেন (৭) ও বক্তার বাড়ির নসিমন ড্রাইভার আলমের পুত্র হাসান (৬) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
জানাযায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টায় শিশু দুটিকে খুঁজে পাওয়া না গেলে পাশের গাইন বাড়ির দিঘীতে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখা যায়।
যাযাদি/ এমএস