বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সেনবাগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৫, ১১:০৬
সেনবাগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর সেনবাগের মইশাই বন্ধু স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইটালি ফিরেন্স শাখা বিএনপির সাবেক সভাপতি ও জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সার্ভেয়ার গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সাইফুল, বিশিষ্ট ব্যবসায়ী সাদেক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, নিজাম উদ্দিন, হারিছ আহমেদ, ছুট্টি মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশ্রাফুল আলম ভূইয়া মঞ্জু প্রমুখ।

আলোচনা শেষে উদ্বোধক জাহাঙ্গীর আলম ভূঁইয়া অতিথিদের নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হন চাঁদপুর উদয়ন ক্লাব ও অস্টগ্রাম টাইগার ক্লাব।

খেলায় ট্রাইবেকারে অষ্টগ্রাম টাইগার ক্লাব ১-০ গোলে চাঁদপুর উদয়ন ক্লাব দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে