বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

 রামগড় স্থল বন্দর চালুর দাবি

রামগড় (খাগড়াছ‌ড়ি ) প্র‌তি‌নি‌ধি
  ১৪ মার্চ ২০২৫, ১১:২০
 রামগড় স্থল বন্দর চালুর দাবি
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক প্রাচীন মহকুমা শহর রামগড়। এ উপজেলার শিক্ষা ,শিল্প ও সংস্কৃতিসহ বি‌ভিন্ন ক্ষে‌ত্রে হারা‌নো ঐ‌তিহ্য সমূহ ফি‌রি‌য়ে আন‌তে এবং এর উন্নয়ন ভাবনা নি‌য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

সুশীল সমাজের আয়োজনে বৃহষ্প‌তিবার (১৩ মার্চ) বি‌কে‌লে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের স‌ম্মেলন ক‌ক্ষে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, ২৯৮ নং খাগড়াছ‌ড়ি আসনের সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

তি‌নি বলেন, আন্তর্জা‌তিক বা‌ণি‌জ্যিক সু‌বিধার পাশাপা‌শি এ অঞ্চলের মানু‌ষে অর্থ‌নৈ‌তিক উন্নয়ন ঘটা‌তে রামগড় স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌তে পা‌রে। তাই অ‌তি দ্রুত এ বন্দ‌রের অসমাপ্ত কাজ শেষ ক‌রে বন্দ‌র চালু করার জন্য অন্তর্বতীকালীন সরকা‌রের প্রধান উপ‌দেষ্টার নিকট জোর দা‌বি জানান।

তি‌নি আরও ব‌লেন, মু‌ক্তিযু‌দ্ধে অনস্বীকার্য ভু‌মিকা, শহিদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের খাল খনন কর্মসূ‌চি , বি‌জি‌বির জন্মস্থানসহ বি‌ভিন্ন ক্ষে‌ত্রে রামগ‌ড়ের অবদান র‌য়ে‌ছে।‌ ১৯২০ সালের সাবেক এ মহকুমা শহরের প্রশাস‌নিক, শিক্ষা সাংস্কৃতিসহ নানান ক্ষে‌ত্রে সুনাম ছিল।সম‌য়ের পটপ‌রিবর্ত‌নে তা হা‌রি‌য়ে যা‌চ্ছে।তাই হারা‌নো ঐ‌তিহ্য ফি‌রি‌য়ে আন‌তে এখা‌নে বসবাসরত সকল সম্প্রদা‌য়ের মানু‌ষকে স‌ম্প্রী‌তির বন্ধ‌নে এক হ‌য়ে কাজ করার আহবান জানান।

সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু'র সঞ্চালনায় আ‌রো বক্তব্য রা‌খেন প্রফেসর ফারুকুর রহমান, মারমা উন্নয়ন সংস‌দের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি মংপ্রু চৌধুরী, সা‌বেক ইউ‌পি চেয়ারম্যান

মুজিবুর রহমান ,প্রফেসর রুহুল আমিন ,জেলা বিএন‌পির সদস‌্য হাফেজ আহমেদ ভুঁইয়া, বাজার ব্যবসায়ী প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি মোঃ জ‌সিম উ‌দ্দিন, শিক্ষা‌বিদ বাবু রামেশ্বর চন্দ্র শীল,উপ‌জেলা দূর্নী‌তি প্র‌তি‌রোধ ক‌মি‌টির সভাপ‌তি শাহ আলম,

কার্বারী মংসাপ্রু মার্মা, কার্বা‌রী অ্যাসোসিয়েশনের সভাপ‌তি আনন্দ মোহন খোকন, রামগড় ব্যাপ্টিস্ট চার্চ সভাপ‌তি ফিলিপস হালদার, ব্যবসায়ী হারাধন দেবনাথ প্রমূখ।

রামগড় রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি সাংবাদিক বাহার উদ্দিনের সার্বিক সহযোগিতায় সভা‌য় রাজনৈতিক সামা‌জিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্র‌তি‌নি‌ধি, হেডম্যান, কারবারি, শিক্ষক, সংবাদকর্মী, ব্যবসায়ী, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌ল।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে