বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জে জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণালংকার চুরি

গোবিন্দগঞ্জ( গাইবান্ধা)প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ১৯:১২
গোবিন্দগঞ্জে জুয়েলার্স থেকে ৭০ ভরি স্বর্ণালংকার চুরি
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ও সিন্দুক ভেঙে সোনার দোকানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৪মার্চ) রাতে গোবিন্দগঞ্জ শহরের কলেজ রোডের হাজি মার্কেটে অলংকার জুয়েলার্সে এই চুরি সংঘটিত হয়। চোরেরা প্রায় ৭০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও সোনা চৃুরি করে নিয়ে যায় যার আনুমানিক মুল্য প্রায় কোটি টাকা।

শনিবার দুপুরে অলংকার জুয়েলার্সের মালিক কার্তিক চন্দ্র সরকার জানান পার্শ্ববর্তী সেতু লাইব্রেরী ভিতর দিয়ে ঢুকে চোরেরা ইটের দেয়াল কেটে সিন্দুক ভেঙে প্রায় ৭০ ভরি সোনা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সকাল ১০টার দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুক ভাঙা অবস্থায় পাওয়া যায়। সিন্দুকে আগের দিনে যে সোনা ও স্বর্ণালংকার রাখা হয়েছিল তার সবগুলোই চোরেরা চুরি করে নিয়ে গেছে। তার ধারণা শুক্রবার রাতে কোন এ সময়ে চোরেরা পরিকল্পিত ভাবে এই চুরি সংঘটন করেছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পুলিশ পরিদর্শক আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র সরকারের সাথে চুরির বিষয় নিয়ে কথা বলেন।

পরে থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে। চুরির ঘটনা উদ্ধারে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে