সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ১৯:২৯
মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল 
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম শাহরিয়ার শরিফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাওগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি আঃ লতিফ মাস্টার, সাবেক সভাপতি ইউপি সদস্য হাফিজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ওয়ার্ড সভাপতি হায়দার, ছাত্র দলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান, দাওগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহমেদ আলামিন, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, যুবদল নেতা সাবেক ইউপি সদস্য নাসিরুদ্দিন মন্ডল, যুবদল নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম শাহরিয়ার শরিফ স্বতঃস্ফূর্ত বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে আহ্বান জানান।

ইফতার মাহফিলে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে