কুমিল্লার মনোহরগঞ্জে নাগরিক উন্নতি সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও আহ্বায়ক এবং মানবিক সদস্যদের সমন্বয়ে মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলোয়াত করেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী মোঃ আসাদ। ইফতার মাহ্ফিলে ভার্চুয়ালি অংশগ্রহন করেন নাগরিক উন্নতি সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমিন, সিনিয়র উপদেষ্টা মাহবুবুর রহমান, মোখতার হোসেন সুমন, সৈয়দ আহম্মেদ, সংগঠনের আহ্বায়ক ওমর রুবেল, সদস্য সচিব নিজাম উদ্দিন নয়নসহ দেশ বিদেশে অবস্থানরত সংগঠনের নের্তৃবৃন্দ।
এ সময় সংগঠনের আহ্বায়ক ওমর রুবেল বলেন এ সংগঠনটি সম্পূর্ণরুপে একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। ২০২৪ সালে সংগঠনটির আত্মপ্রকাশ পায়। মনোহরগঞ্জে নিপীড়িত, নির্যাতিত, অসচ্ছল, হতদরিদ্র এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার হাতবাড়িয়ে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। এছাড়া সকল শ্রেণি পেশার মানুষকে এ সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করার আহ্বায়ক জানান।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মনোহরগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আবদুর রহমান জাবেরী। ইফতার মাহফিল তত্বাবধানে ছিলেন সংগঠনের আহ্বায়ক সদস্য আহমদ উল্লাহ, মোঃ সৌরভ, আবদুল কুদ্দুস মামুন, ফারুক হোসেন, আবদুর রহমান, ইমরান হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
যাযাদি/ এমএস