বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাওরাইলে কৃষকের বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় সেচ কর্যক্রম ব্যহত

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  ১৬ মার্চ ২০২৫, ১৬:৪১
সাওরাইলে কৃষকের বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় সেচ কর্যক্রম ব্যহত
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরিরানী গ্রামের মাঠে কৃষকের বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় জমিতে সেচ দেওয়া ব্যহত হচ্ছে।

জানা যায়, সাওরাইল ইউনিয়নের কুমরিরানী গ্রামের মোঃ জামাল মন্ডলের পুত্র মোঃ মাহফুজ মন্ডল দীর্ঘদিন ধরে কুমরিরানী মাঠে ডিজেল চালিত স্যালো মেশিনে পানি উত্তোলন করে বিভিন্ন কৃষকের জমিতে সেচ প্রদান করে। ১ বছর পূর্বে বিএডিসিতে পানির পাম্পের জন্য আবেদন করা হলে সেসময় তৃতীয় একটি পক্ষ দলীয় প্রভাব খাটিয়ে আবেদনটি উধাও করে দেয়।

পরবর্তীতে ৫ই আগস্টের পরে কৃষক মাহফুজ নতুন করে আবেদন করলে বিএডিসি কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে সেচ পাম্প লাইসেন্স অনুমোদন দেন। অনুমোদন পেলে মাহফুজ মাঠের মধ্যে কৃষকদের পরামর্শে পানির পাম্প স্থাপন করে। মাহফুজ এর পানির পাম্প স্থাপন করা দেখে স্থানীয় রুস্তম বিশ্বাস গোপনে লাইসেন্স নিয়ে এসে ১০০ গজ দূরে আরেকটি পানির পাম্প স্থাপন করেন। পাশাপাশি ২টি পানির পাম্প স্থাপন করায় কৃষকেরা ক্ষুদ্ধ প্রতিক্রীয়া দেখান।

গতকাল সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয় কৃষকেরা জোড় দাবি করে বলেন, মাহফুজ দীর্ঘদিন ধরে আমাদের জমিতে সেচ দিয়ে আসছে। আমরা চাই মাহফুজের পানির পাম্পের বিদ্যুতের সংযোগটি দ্রæত অনুমোদন দেওয়া হোক। মাহফুজ বিদ্যুৎ সংযোগ পেলে কৃষকের ফসল উৎপাদনের সহায়ক হবে। পাট বীজ বোনার মৌসুমে যদি এ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না হয় তাহলে ১০০/১৫০ পরিবারের ভোগান্তি হবে।

পাংশা বিএডিসির সহকারী প্রকৌশলী জাহিদ হাসান এর সাথে কথা হলে তিনি জানান, মাহফুজ সেচ পাম্পের জন্য আবেদন করেছিলো। আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে লাইসেন্স প্রদান করা হয়েছে। তবে একই স্থানে ২টি সেচ পাম্প স্থাপন করা যাবে না।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে