শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাগাতিপাড়ায় যাত্রীবেসে ভ্যান ছিনতাই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৫, ১১:০৭
বাগাতিপাড়ায় যাত্রীবেসে ভ্যান ছিনতাই
ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় যাত্রীবেশে চার্জার চালিত ভ্যান গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মুরাদপুর কবরস্থান শিমুলতলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ভ্যানচালকের নাম মকবুল হোসেন। তিনি উপজেলার পেড়াবাড়িয়া এলাকার মৃত আবেদ আলী সরকারের ছেলে। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল ভ্যান গাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার মালঞ্চি রেল গেট এলাকা থেকে দুইজন যাত্রী দয়ারামপুর বাজারে যাওয়ার কথা বলে ভ্যানে ওঠে রওনা হয়। দয়ারামপুর যাওয়ার পথে মুরাদপুর কবরস্থান এবং চিমনাপুর ফাঁকা রাস্তা এলাকায় পৌছালে যাত্রীরা কৌশলে ভ্যান চালককে থামতে বলে। ভ্যান চালক ভ্যান থামালে যাত্রী বেশি ওই দুই ছিনতাইকারী চালককে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে ভ্যান চালক জীবন বাঁচাতে পালিয়ে যায়। সেই সুযোগে ছিনতাইকারীরা চার্জার চালিত ভ্যান গাড়িটি নিয়ে সটকে পড়ে।

ইতপূর্বে ওই নির্জন ফাঁকা রাস্তা এলাকায় ভ্যান চালককে গাছে বঁঁধে হত্যা করে ভ্যান গাড়ি ছিনতায়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, দির্ঘ দিন পরে এমন ছিনতাইয়ের ঘটোনা ঘটায় এলাকায় আতংক বিরাজ করছে। ভ্যান চালক প্রানে রক্ষা পেয়েছে। তবে পরিবারের উপার্জনের একমাত্র সম্বল ভ্যান গাড়িটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

তাই ছিনতাই হওয়া ভ্যান গাড়িটি দ্রুত উদ্ধারের দাবি জানান এবং সেই সাথে ঈদকে সামনে রেখে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। তা নাহলে ছিনতাইকারীর দৌরাত্ম্যে বেড়ে যাবে এবং সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে