সরকারি ভিজিএফ’র কার্ড কেলেঙ্কারির ঘটনায় কুড়িগ্রামে রিয়াদ মিয়া (২০) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারীর ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে থানাহাট ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে অসহায়-দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ৩’শ টি ভিজিএফ কার্ড জোর করে দাবি করেছিলেন তিনি।
রিয়াদ মিয়াকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন
থানাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইয়েদুর রহমান বলেন, গত ১১ মার্চ ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড সংক্রান্ত সভা চলছিল। একপর্যায়ে সেখানে ঢুকে নিজেকে চিলমারীর ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রিয়াদ মিয়া অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড থেকে ৩’শ টি কার্ড জোরপূর্বক দাবি করেন। এতে সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও অন্যান্য নের্তৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি উর্দ্ধর্ত্তন কর্তৃপক্ষকে জানানো হলে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শণ করে সত্যতা পাওয়ায় মঙ্গলবার (১৮ মার্চ) জেলা কমিটির সদস্যপদ থেকে অভিযুক্ত রিয়াদ মিয়াকে বহিষ্কার করা হয়।
তবে অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্র সমন্বয়ক রিয়াদ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনও কোন অপকর্মকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতের দিবেনা বলে জানিয়েছেন জেলার সদস্য সচিব মো. ফয়সাল আহমেদ সাগর
যাযাদি/ এমএস