কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়ালেন বরুড়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে অগ্নিকাণ্ডে অতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে ১৯ মার্চ বুধবার তিনটি করে কম্বল, ৩০কেজি চাল, ৫ হাজার টাকা বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মোস্তাফিজুর রহমান, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী ও অর্থ প্রদান করা হয়েছে পাশাপাশি খুব শীঘ্রই দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ডেউটিন ও গৃহ নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করা হবে এছাড়াও আদ্রা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হবে জানান।
উল্লেখ্য গত ১৮ মার্চ বৈদ্যুতিক শট সার্কিট এর মাধ্যমে অগ্নিদগ্ধ হয়ে চারটি পরিবারের বসত ঘর রান্নাঘরসহ নয়টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ইউনিট সরেজমিনে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
যাযাদি/ এমএস