শরীয়তপুরের ভেদরগঞ্জে ডাকাত সন্দেহে রায়হান সরদার নামের এক মাদকসেবিকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসি। পরে বিষ্ফোরক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রাম থেকে রায়হান সরদারকে আটকে পুলিশে দেয় এলাকাবাসী।
এলাকাবাসি জানায়, ছয়গাঁও এলাকার আশপাশে রায়হান সরদার মাদক সেবন করতো। তার কারনে এলাকায় দিনরাত মাদকসেবি ও ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা থাকে। এতে এলাকার উঠতি যুবকরা মাদকে আকৃষ্ট হচ্ছে। এলাকার বাসিন্দারা তার কারনে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
বুধবার দিবাগত রাতে বাড়ির পাশে বসে ইয়াবা সেবনের সময় ধাওয়া দিয়ে এলাকাবাসি তাকে আটক করে পুলিশে দেয়।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এলাকাবাসী তাকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে সে একটি ককটেল বোমা ফাঁটিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তাই তাকে পূর্বের একটি বিস্ফোরক মামলায় আসামী হিসেবে চালান করা হয়েছে।
যাযাদি/ এমএস