জামালপুরের সরিষাবাড়ীতে তৌহিদী জনতা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ২১ মার্চ (শুক্রবার) জুমার নামাজের পর পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে গাজায় চলমান গণহত্যা এবং ভারতীয় সরকারের মদদে ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে সরিষাবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ এনামুল হকের পরিলনায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী মডেল মসজিদের ইমাম মাওঃ আবুল কাসেমী, সরিষাবাড়ী উলামা পরিষদের পৌর শাখার সভাপতি মাও: জুনায়েদ, মুফতি গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, মাওঃ সানি, লিমন, রিফাত সরকার, মাহমুদুল হাসান। এসময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-উলামা ও শিক্ষার্থীরা উপস্থিথ ছিলেন। সমাবেশে মুসলিম জাতিকে ইজরাইলি পণ্য বয়কট করতে বলেন বক্তারা। সমাবেশ শেষে সকল মুসলিম উম্মাহ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।
যাযাদি/ এম