বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভেদরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৫, ১১:২৬
ভেদরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলা অডিটরিয়াম হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেদেরগঞ্জ শাখার সভাপতি মাওলানা ওসমান হাকিমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু জাফর মোঃ সালেহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সাইফুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি ভেদরগঞ্জ থানা শাখার সদর হাফেজ মাওলানা লোকমান বিন সালেহ, আরজগুজারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেদরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সবুজ।

এসময় প্রধান অতিথি সহ বক্তব্য রাখেন বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, শিক্ষাবিদ, জেলা ও থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে