বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৫, ১৯:২১
আ.লীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের সাধারণ ছাত্র জনতা।

শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা থেকে নিউমার্কেট চত্বরে দেবিদ্বার থানার সামনে থেকে ফিরে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

নাজমুল হাসান নাহিদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, জোহা, সিয়াম, নাফিস, নাছির। বক্তারা বলেন, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র-জনতা।

ছয়-সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না।

এসময় উপস্থিত ছিলেন- মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন, রাফসান, মেহেদী, মিজান, মাহমুদুল, সবুজ, শরীফ, নাসিফ সরকার সহ প্রমূখ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে