“সরকারের ভিতরে, সরকারের বাইরে,দেশের বাইরে, দেশের ভিতরে সর্বত্রই নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত। যাতে এ সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারে সে জন্য ষড়যন্ত্রকারীরা বসে নেই।
আমরা ড.মুহাম্মদ ইউনুসকে সহযোগিতা করছি সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে ডিসেম্বরের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে - এটি দেশের মানুষের প্রত্যাশা"। উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ইফতার মাহফিলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত দুদিন লক্ষ্য করছি বাংলার রাজনীতির আকাশে কালো মেঘ, কালো মেঘের ঘনঘটা। আজকেও দেখেছি কালকেও দেখেছি সারা ঢাকা শহরে এক ধরনের অস্থিরতা, সারা দেশে এক ধরনের অস্থিরতা। দেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের প্রশ্ন, অনেকের প্রশ্ন ৫ আগস্ট গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদেরকে নিয়ে, আজকে নানা মহল ষড়যন্ত্র করছে ।
তিনি সকল মহলের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা একে অন্যের প্রতি দোষ না চাপিয়ে, আপনারা দেশের জন্য কাজ করুন, দেশের উন্নয়নের জন্য কাজ করুন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যান। সবার আগে দেশ।
শনিবার উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বহেড়াতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাবেক সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম ছবুর রেজা, রাহুল আহমেদ করিম প্রমুখ।
যাযাদি/ এম