বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার উদ্যোগে ইফতার মাহফিল

কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৫, ১০:৫৪
আপডেট  : ২৩ মার্চ ২০২৫, ১৩:০৬
মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার উদ্যোগে ইফতার মাহফিল
ছবি: যায়যায়দিন

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে শনিবার (২২ মার্চ) বাঙ্গরা বাজার থানাধীন ২নং আকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী বাজারে সকল শ্রেণী পেশার মানুষদের জন্য মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক এড. ওবায়দুল হক সিদ্দিকী, সদস্য সচিব আল মামুন, মুখ্য সংগঠক আসিফ সরকার, যুগ্ম আহবায়ক আফতাব আহমেদ, এনামুল হক নিলয়, মাহবুব জাবেদ, আব্দুল্লাহ মোহাম্মদ জিহাদ, অলি আহমেদ, মোস্তাফিজুর রহমান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, গোল মোহাম্মদ মাস্টার, গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম কেনাল, মনির হোসেন, মাছুম, আবুল ফয়সাল রাজিব, সফিক সহ আরো অনেকেই।

ইফতারের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক এড. ওবায়দুল হক সিদ্দিকী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কাজ করব এবং সেগুলো বাস্তবায়নের জন্য সর্বদা চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।”

ইফতারের আগ মুহূর্তে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে