শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ধর্মপাশায় বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৫, ১১:১৪
ধর্মপাশায় বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জয়শ্রী মাঠে আয়োজিত এই মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রহমতের পরিচালনায় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য আবদুল মোতালিব খান, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, ইকবাল হোসেন মন্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে