শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাগাতিপাড়ায় দুটি বনবিড়াল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৫, ১৫:০২
বাগাতিপাড়ায় দুটি বনবিড়াল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
ছবি: যায়যায়দিন

নাটোরের বাগাতিপাড়া থেকে দুটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা।

স্থানীয়রা বাচ্চা দুটিকে উপজেলার হাটদৌল এলাকায় একটি ভূট্টা ক্ষেতে দেখতে পান। সেখান তারা বাড়িতে নিয়ে আসেন। পরর্বতীতে বিষয়টি পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ এর নজরে আসলে, বিবিসিএফ সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা প্রাণিগুলো উদ্ধার করে ও দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন,বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে,বিবিসিএফ এর সদস্যরা। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

বনবিড়াল উদ্ধার ও হস্তান্তরে উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা, বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী,মোস্তাফিজুর রহমান,আশুরা জান্নাত, রাশেদুল আলমসহ প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে