রাঙ্গামাটি নানিয়ারচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানাক্রম এলাকায় পাহাড়ের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। কয়েকদিন পরপর বালু উত্তলন করছে কয়েকটি চক্র। জনসম্মুখে নানাক্রম রাস্তার পাশেই বালু উত্তলন করতে দেখা গেছে।
এছাড়া বগাছড়ি আমবাগান,বগাছড়ি রাস্তার মাথা,কুকুরমারা ব্রীজের ধারে,বগাছড়ি আমতলের ভিতরের সাইডের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।এরুপ একটি নিউজ ২০শে মার্চ জাতীয় দৈনিক যায়যায়দিনের অনলাইন ভার্সনে প্রকাশিত হলে তৎক্ষনাত নানিয়ারচর জোনের চৌকশ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: শহিদুল্লাহ' এর নেতৃত্বে টহল টিম ঘটনা স্থলে পরিদর্শন করলে সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে বালু উত্তলনকারী চক্রটি পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজনকে অবৈধভাবে বালু উত্তলনের বন্ধের নির্দেশ দেন।
তিনি যায়যায়দিনকে মুঠোফোনে জানান,নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ন এলাকা অবৈধ বালু উত্তলোন বন্ধে এরুপ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
যাযাদি/ এমএস