নোয়াখালী হাতিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী লাবলুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলা সদর ওচখালীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লাবলু উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে। এর আগে এই ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে ভোক্তভোগীর পিতা বাদী হয়ে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাতে আসামী করা হয় উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে মো: লাবলু, সাহাব উদ্দিনের ছেলে মো: হাসান ও একই এলাকার মঞ্জু মাঝির ছেলে রুবেল উদ্দিনকে।
এই বিষয়ে ভুক্তভোগীর পিতা জানান, মেয়েকে উত্যাক্ত করার বিষয়ে সামাজিক ভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। অভিযুক্ত তিনজন এলাকায় অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি আরো জানান, তার মেয়ে খুবই অসুস্থ্য। সে মানসিক ভাবেও ভেঙ্গে পড়েছেন।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ভোক্তভোগী স্কুল ছাত্রীর পিতা থানায় একটি অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। এস আই মো মিনহাজুল আবেদিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আজ মামলার প্রধান আসামীকে আটক করে। অন্য আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।
যাযাদি/ এসএম