শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চিলমারীতে ভালো কাজ করলেই মিলছে খাবার

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৫, ১৬:১৯
আপডেট  : ২৬ মার্চ ২০২৫, ১৬:৩১
চিলমারীতে ভালো কাজ করলেই মিলছে খাবার
যায়যায়দিন

কুড়িগ্রামের চিলমারীতে ভালো কাজ করলেই মিলছে এক বেলার খাবার। ‘ভালো কাজের হোটেল’ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রতিদিন ৪’শ অসহায় মানুষদের মাঝে এ খাবার বিতরণ করা হচ্ছে।

গত ফেব্রুয়ারি মাস থেকে উপজেলার রমনা রেল স্টেশন এলাকায় চলছে এর কার্যক্রম। যে কোন একটি ভালো কাজ করলেই দেয়া হচ্ছে খাবার। ব্যতিক্রমি এ কার্যক্রমটি চলবে পুরো রমজান মাস জুড়ে।

ক্ষুধার যন্ত্রণার কারণে সারা বিশ্বের অধিকাংশ মানুষই খারাপ পথ বেছে নেয়- এ বিশ্বাস থেকে,‘ইয়ুথ ফর বাংলাদেশ’ নামের সংগঠন ২০১৯ সাল থেকে ভালো কাজের বিনিময়ে খাদ্য বিতরণের উদ্যোগ নেয়। ক্ষুধা ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে দুঃস্থ মানুষের সেবা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন এলাকার দিন আনা দিন খাওয়া দুস্থ, অসহায় ও মানুষদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ফেব্রুয়ারি মাস থেকে উপজেলার রমনা রেল স্টেশন এলাকায় শত শত মানুষ জড়ো হয় এবং স্বেচ্ছাসেবকরা তাদের মধ্যে খাবার বিতরণ করে। চেয়ার-টেবিলসহ অন্যান্য সুসজ্জিত ব্যবস্থা না থাকলেও খোলা আকাশের নিচে ফুটপাতে সারিবদ্ধ হয়ে বসে সবাই তৃপ্তি সহকারেই খাবার খেয়ে নেয়।

ভালো কাজের হোটেল’র কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম বলেন, খাবার খেতে আসা ব্যক্তিদের প্রথমেই আমরা জিজ্ঞেস করছি কে, কি ভালো কাজ করছে। তাদের করা ভালো কাজ শুনে আমরা খাতায় লিখে রাখছি।

সংগঠনের সদস্য লিমন আহম্মেদ বলেন, রমজানের আগে দুপুরে একবেলার খাবার দেয়া হতো। এখন ইফতারের সময় খাবার দেয় হচ্ছে। প্রতিদিন ইফতারের মেনুতে থাকছে খিছুরী, মুরগীর রোস্ট এবং শরবত। এছাড়াও কোন কোনদিন থাকছে গরুর মাংসের তেহেরি।

থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার মমেনা বেগম, রমনা মাস্টারপাড়া এলাকার আসাদুল হক, জাহেদুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটি আমাদের ভালো কাজ করতে উৎসাহ যোগাচ্ছে। প্রতিদিন একটি ভালো কাজ করলেই আমরা এক বেলার খাবার খেতে পারছি।

রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটি ভালো কাজের বিনিময়ে খাবার দিচ্ছে, এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে