শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাঁথিয়ায় কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষক সন্দেহে দাদা গ্রেফতার

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৫, ১৮:৪২
সাঁথিয়ায় কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষক সন্দেহে দাদা গ্রেফতার
প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বার মামলায় ৭০ বছরের বৃদ্ধ আছাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোকদিয়ার গ্রামে।

থানার মামলা সূত্রে জানা যায়, ১৪ বছরের কিশোরীর বাবা একজন ঘোড়ার গাড়ী চালক, মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী দাদা আছাব আলী (৭০) নানান প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে।

এক পর্যায়ে কিশোরীর চলাফেরা ও শরীরের অবস্থা ভাল না থাকায় গত ১৬ মার্চ পাবনার শালগাড়িয়া মহল্লায় অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কিশোরীকে ডাত্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার কিশোরীকে পরীক্ষা করে জানান, সে ১০ সপ্তাহ ৩ দিনের অন্তঃসত্ত্বা।

কিশোরী তার মা-বাবাকে জানায় প্রতিবেশী দাদা আছাব আলী তাকে জোড়পূর্বক ধর্ষণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।

এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৬, তারিখ-২৫ মার্চ/২০২৫ইং।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে বুধবার (২৬ মার্চ) দুপুরে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে