কিশোরগঞ্জের কটিয়াদীতে মালবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হোসেন সামিউল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর দুইজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও এসএসসি পরীক্ষার্থী ইব্রাহিম ( ২৪) , পারভেজ (১৭) গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কটিয়াদী - চালাকচর সড়কে চরনোয়াকান্দী ব্রিজের পূর্ব পাশে। নিহত সামিউল উপজেলার মসুয়া ইউনিয়নের কাজিরচর গ্রামের মো. মাঈন উদ্দিনের পুত্র ও পাশ্ববর্তী মনোহরদী উপজেলার পীরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মাল বহনকারী ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোজাম্মেল হোসেন সামিউল নামে এক স্কুল ছাত্র প্রাণ হারিয়েছেন । অপর দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
যাযাদি/ এসএম