বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যেগে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৫, ১৪:৪৭
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যেগে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
ছবি: যায়যায়দিন

কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যেগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোহরগঞ্জ বাজারস্থ উন্নয়ন ফোরামের কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এই সময় উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন সময় অসহায়, হত দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ সহ বিভিন্নভাবে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িছে।

তিনি বলেন অর্থের জন্য কোনো স্কুল মাদ্রাসার শিক্ষার্থী যেন ঝরে পড়ে না যায় উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সময়ে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মনোহরগঞ্জ সহকারী শিক্ষক সমীতির আহবায়ক মনিরুল ইসলাম, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য শিব্বির আহম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম, খিলা ইউনিয়নের জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, উপজেলা সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ শরিফ উদ্দিন, সহ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে