বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৫, ১৪:৫০
দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ 
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদ এর সম্মুখে শ্যালো ইঞ্জিনচালিত বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬২) নামে এক সাইকেল আরোহী নিহত হন। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মন্ডলের ছেলে।

একই দিন সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল সংগ্রহ করতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। নিহত নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালু ভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপর ঘটনায়, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিহত হন নার্গিস বেগম।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে