বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আগের মতোই দেশে চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড চলছে: আসিফ মাহমুদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৫, ১৯:৪৩
আপডেট  : ২৭ মার্চ ২০২৫, ১৯:৫৭
আগের মতোই দেশে চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড চলছে: আসিফ মাহমুদ
ছবি: যায়যায়দিন

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আমরা এ সরকার প্রথম থেকেই স্পষ্ট ভাবে বলছি যে তরুণরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলবো আমরা ঠিক তেমনি ভবিষ্যৎ বাংলাদেশ পাবো, সেই উদ্দেশ্যে তরুণদেরকে মাদক থেকে দূরে নিয়ে খেলাধুলা এবং বিভিন্ন ধরনের শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতায় প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলার লক্ষ্যে অন্তরবর্তী কালীন সরকার কাজ করে যাচ্ছে, জনগণের পক্ষ থেকে আপনারা তাদেরকে সহযোগিতা করছেন সমর্থন করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ।

আসিফ মাহমুদ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান রয়েছে, অনেকে মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব, আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমার থেকে ৫০ টাকা দিতে হবে ১০০ টাকা দিতে হবে, আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না,

আসিফ মাহমুদ বলেন, তাদেরকে আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর কোন এই ধরনের প্রেকটিস আর বরদাস্ত করা হবে না, সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, চাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সে বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসা সহ যেই যে বিষয়গুলো তরুণ সমাজকে ধ্বংস করেছে সমাজকে ধ্বংস করেছে, সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে,

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

আসিফ মাহমুদ আরো বলেন, আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে এখনো সচেতন মানুষজন আছে, যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যারা আঘাতপ্রাপ্ত হয়েও, এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটা আমাদের গর্ব যে মুরাদনগর এখনও সচেতন মানুষ আছে,আমরা সারাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন, যেখানেই দেখবেন বিভিন্ন সমিতির নামে টুকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে সেখানেই প্রতিরোধ করবেন এবং রুখে দিবেন, স্থানীয় প্রশাসন এবং পুলিশ এই চাঁদাবাজদের এবং মাদক সন্ত্রাসদের দমনে কাজ করে যাচ্ছে, আমি মুরাদনগরবাসীকে আহবান জানাবো, আপনারা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন, তথ্য দিয়ে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন, যেন এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারে।

এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহম্মেদ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এডভোকেট ওবায়দুল্লাহ, বক্তব্য শেষে ২০ জন প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন আসিফ মাহমুদ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে