শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিএনপির নিহত ও আহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৫, ১৯:০০
বিএনপির নিহত ও আহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 
ছবি : যায়যায়দিন

বগুড়া শাজাহানপুরে বিগত শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে বিএনপির আহত, নিহত এবং এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত এবং শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহীনের ব্যক্তিগত অর্থায়নে ও উদ্যোগে ৯ টি ইউনিয়নের প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার সামগ্রী পেয়ে পরিবারগুলো আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান। উপজেলার মাঝিড়া, গোহাইল, আশেকপুর, খরনা, ডুমুনপুকুর, সোনাকানিয়া এলাকার দুস্থ ও অসহায় পরিবারগুলো জানান, বিগত দিনে তাদের কেউ খোজ রাখতো না। আজ বিএনপির নেতাকর্মী তাদের ঈদ উপহার দিয়ে মনটা আনন্দে ভরে দিয়েছেন।

বিতরণকালে উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহীন বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা ১৫ টি বছর এদেশের গরীব অসহায়দের পাশে দাড়ায়নি। কোন খোজ রাখেনি। শুধু লুটেপুটে নিয়ে গেছে। জনগণের প্রাপ্য অধিকার টুকুও দেয়নি। তাই সময় এসেছে ভোট দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করার। এছাড়াও তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

এসময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুত, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন, সহ সভাপতি মোজাফফর হোসেন, খরনা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হাই রনি, মাঝিরা ইউনিয়ন বিএনপি সভাপতি একে আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আরমান হোসেন, সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে