বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

 "মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক- কর্মচারী এসোসিয়েশন"এর আত্মপ্রকাশ

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৫, ১১:৫৯
 
ছবি : যায়যায়দিন

পটুয়াখালীর মির্জাগঞ্জে "মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক - কর্মচারী এসোসিয়েশন" এর আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির ভবনের চারতলায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর ব্যানারের আয়োজনে শিক্ষক মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। নব গঠিত কমিটিতে মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক(বাংলা) মো: আ: মন্নান লোটাসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ সময়ে সুবিদখালী সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: আবদুল হালিমকে সভাপতি, ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদরাসার ইংরেজি প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকুকে সাধারণ সম্পাদক ও ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. উজ্জ্বল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।‎

নবগঠিত এই শিক্ষক-কর্মচারী সংগঠনের আত্মপ্রকাশ করায় শিক্ষক সমাজের সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের‎ মূল উদ্দেশ্য হচ্ছে- উপজেলার শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার সুরক্ষা এবং শিক্ষকদের কল্যাণে কাজ করা।

এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায়ী সংর্বধনা, উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, দুর্যোগকালীন সময়ে দু:স্থদের পাশে দাঁড়ানোসহ সামাজিক কাজে শিক্ষকদের আংশগ্রহনের নিশ্চিত করাই এ সংগঠনের উদ্দেশ্য।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে