বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৫, ১৭:৫৪
মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
যায়যায়দিন

কুমিল্লার মনোহরগঞ্জে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন মনোহরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভায় মনোহরগঞ্জ উন্নয়নে জামায়াতে ইসলামীর ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জামায়াত নেতৃবৃন্দ।

মনোহরগঞ্জকে নিয়ে একটি সুন্দর আগামীর প্রত্যাশায় সাংবাদিকদের পাশে থাকার পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ চান বক্তারা। শনিবার বিকালে জামায়াতে ইসলামীর উপজেলাস্থ স্থানীয় অফিসে মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাও. নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বিজনেস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রর্থী ও জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ ফয়েজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর খিলা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ প্রমুখ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে