দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদীঘি উইনিয়নের দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচারক আইদুল ইসলাম, বিদ্যালয়ের পাঠদান সভাপতি ও দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুল আলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা আকতার, সহকারি শিক্ষকৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন।
দলদলিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ও মোস্তাকিম হোসেনের আয়োজনে সেমাই ও চিনি বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, বেতদীঘি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, কমিটির সদস্য শফিকুল ইসলাম মিলম প্রমুখ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস