বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাংনীর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৫, ১৩:৪৪
গাংনীর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার
ছবি : যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনী থানা পুলিশের যৌথ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম (২৮), উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইন্টু (৩১), জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার আহম্মেদ রমিন(২৮) ও উপজেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক রেদানুর জামান (২০)।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামী হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এবং বিশেষ অভিযান চলমান থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে