দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় স্বৈরাচার সরকার পতন আন্দোলন পুলিশ গুলিতে নিহত শহীদ সুমন পাটোয়ারীর বাড়িতে ঈদ উপহার পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩০ মার্চ) বিকালে চিরিরবন্দর উপজেলা লক্ষিপুর গ্রামের শহীদ সুমন পাটোয়ারী বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়ার পক্ষে হতে উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম বাদসাসহ অমরপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনকারীর কর্মসূচিতে পুলিশ গুলি ছোড়ে। পুলিশের ছোড়া একটি গুলি সুমনের মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন ৬ই আগস্ট সকাল ১১টায় চিরিরবন্দরের অমরপুর ইউনিয়ন শান্তির বাজারের লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
যাযাদি/ এমএস