ফরিদপুরের বোয়ালমারীতে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া ও জুলাই গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারীস্থ ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে রবিবার (৩০ মার্চ) জাতীয় নাগরিক পার্টির বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। মো. শাহাদাত অনিক, মেহেদী হাসান তমাল ও সৈয়দ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান অপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য তৌহীদ আহমেদ আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার সংগঠক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, গণ অধিকার পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সদস্য সচিব মতিউর রহমান মুন্না প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যদি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোন ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠে তাহলে ছাত্রসমাজ, যুবসমাজ জুলাইয়ের মতো আবার গর্জে উঠবো। আওয়ামী লীগকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করে ছাড়বো। আওয়ামী লীগ এই বাংলার জমিনে রাজনীতি করার অধিকার রাখে না।
যাযাদি/ এমএস